বিএসসিআই অডিট সম্পর্কে বিস্তারিত আলোচনা।

বিএসসিআই (BSCI) অডিট কি?

BSCI যার পুরো অর্থ-  Business Social Compliance Initiative.

বিএসসিআই (BSCI) হচ্ছে একটি অলাভজনক সংস্থা। BSCI মূলত একটি উদ্যোগ আর যে সংগঠনটি এ উদ্যোগ নেয় তার নাম FTA (Foreign Trade Association). এই সংগঠনটি ইউরোপিয় বায়ারদের সংগঠন। BSCI এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ে সামাজিক নৈতিকতা প্রবর্তন। এমফরি বিএসসিআই অডিট ব্যবসাকে তার সরবরাহ চেইন পর্যবেক্ষন করতে সাহায্য করে, যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত সরবরাহকারী শ্রমিকদের সাথে নৈতিক ও আইনগতভাবে আচরন করছে।



BSCI কোন অডিটিং কোম্পানী নয়, এটি কোম্পানীকে নিরীক্ষন পদ্ধতি এবং রিপোর্ট প্রদান করে থাকে। BSCI নিজে অডিট করে না, কিন্তু ভিজ্ঞতা সম্পন্ন ও স্বতন্ত্র অডিট কোম্পানী সমূহের সাথে যোগাযোগ করিয়ে দেয়। BSCI মূলত একটি প্লাটফর্ম যা ত্রেতা, পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও অডিট কোম্পানীর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে।

BSCI  এর ১১ টি মূলনীতি রয়েছে যা ১৩ টি কর্ম সম্পাদন এরিয়া (performance area) তে কার্যকর করতে হয়। BSCI কোন সার্টিফিকেট বা সনদ প্রদান করেনা শুধু অডিট এর উপর রেটিং (A,B,C,D,E) প্রদান করে। যদি কোন কোম্পানী (A,B) রেটিং পায়  তাহলে RUC (Random Unannounced Check) অঘোষিতভাবে ফ্যাক্টরীতে অডিট করতে আসবে।


বিএসসিআই (BSCI Code of Conduct) এর মূলনীতি বা আচরন বিধি সমূহ:-

০১. সংগঠনের স্বাধীনতা ও অভিমত প্রকাশের অধিকার।

০২. সমান অধিকার।

০৩. ন্যায্য পারিশ্রমিক।

০৪. যথাযোগ্য কাজের সময়।

০৫. পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা।

০৬. শিশু শ্রম সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

০৭. তরুন কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা।

০৮. অনিশ্চিত চাকরী নিয়োগ সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

০৯. দাসত্ব শ্রম সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

১০. পরিবেশ সংরক্ষন।

১১. ব্যবসায়িক নৈতিকতা।


বিএসসিআই কার্য সম্পাদন ক্ষেত্র সমূহ হলো-

০১. সামাজিক পরিচালন পদ্ধতি ও প্রকারাকার প্রভাব।

০২. সংগঠনের স্বাধীনতা এবং অভিমত প্রকাশের অধিকার। 

০৩. সমান অধিকার।

০৪. ন্যায্য পারিশ্রমিক।

০৫. যথাযোগ্য কাজের সময়।

০৬. পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা।

০৭. শিশু শ্রম সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

০৮. তরুন কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা।

০৯. অনিশ্চিত চাকরী নিয়োগ সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

১০. দাসত্ব শ্রম সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।

১১. পরিবেশ সংরক্ষন।

১২. কর্মীদের অংশগ্রহন এবং নিরাপত্তা

১৩. নৈতিক আচরন। 



About Learn HRC

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment